মালিতে সড়কের পাশে রাখা একটি বোমা বিস্ফোরণে জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। জাতিসংঘের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মিনাসমা মিশন এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সঙ্গোবিয়া গ্রামের কাছে একটি সাপ্লাই বহরে বোমাটি আঘাত হানে। তবে বিবৃতিতে নিহত ও আহত ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিশদ বিবরণ জানানো হয়নি।

পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের পক্ষ মালির অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে মিনাসমা মিশনকে সহযোগিতা ও হামলাকারীদের বিচার করার জন্য।

টানা নবম বছর মালিতে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানুয়ারিতে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুসারে, ২০১৩ সাল থেকে দেশটিতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা ১৬৮জন।