যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে গত রোববার (১৮ সেপ্টেম্বর) কনস্যুলেট প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠান ও গণশুনানী/পরামর্শ সভার আয়োজন করা হয়। ফ্লোরিডাতে অবস্থানরত বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিসহ প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনা নিয়ে এ আয়োজনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর সিদ্দিকী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই কনসাল জেনারেল ইকবাল আহমেদ প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান।
১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মিশন স্থাপনের পর থেকে গত এক বছরে কনস্যুলেটের কর্মকান্ড নিয়ে তিনি একটি সংক্ষিপ্ত বিবরণ সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং প্রবাসীদের সহজে ও দ্রুত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেট যে বদ্ধ পরিকর তা উল্লেখ করেন।
আয়োজিত গণশুনানীতে অংশ নিয়ে প্রবাসীদের পক্ষ থেকে ডঃ নেসার আহমেদ, টিটন মালিক, আরশাদ আলী, নান্নু আহমেদ, ফজলুর রহমানসহ অন্যান্য বক্তারা কনসুলেট স্থাপনের বর্ষপূর্তি উপলক্ষ্যে অভিনন্দন জানান এবং উপস্থিত প্রবাসীদের পক্ষ থেকে কনস্যুলেটের কার্যক্রম আরও প্রবাসীবান্ধব করার বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় আরো বক্তব্য দেন লিটন মজুমদার, ইমন করিম, রফিকুল ইসলাম ও রবি আওলাদ।
প্রবাসীদের বহুল প্রতীক্ষিত পাসপোর্ট সেবা দ্রুত চালু করার জন্য বক্তারা অনুরোধ জানান।
কনসাল জেনারেল এ ব্যাপারে সকলকে অবহিত করেন যে, পাসপোর্ট সেবা চালু করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের জন্য কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
কনস্যুলেটের পক্ষ থেকে পাসপোর্ট অধিদপ্তরকে পুনরায় তাগাদা দেয়া হবে বলেও তিনি সকলকে আশ্বস্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী প্রথম বর্ষপূর্তিতে কনস্যুলেটকে অভিনন্দন জানান এবং কনস্যুলেটের কার্যক্রম আরও বেগবান ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।