জমকালো আয়োজনে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামী বে ভিলেজ এলাকার প্রবাসী বাংলাদেশিরা। 

প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল নর্থ বে ভিলেজ সিটি কতৃপক্ষ।

বিজয়ের আনন্দমাখানো অনুষ্ঠানে নর্থ বে ভিলেজের মেয়র ব্রেন্ট ল্যাথাম সপরিবারে অংশ নেন। এছাড়াও সিটি ম্যানেজার র‌্যালফ রোসাদো এবং মায়ামী বিচ কমিশনার ক্রিষ্টেন রোজেন গঞ্জালেজ উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাঙালির বিজয়গাঁথার বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পক্ষে মোহাম্মদ জাহিদ আব্দুল্লাহ ইমাম, ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদ রশিদ শুভ্র, মোহাম্মদ ইসলাম, আজহার খান, জাকির হোসাইন, নজরুল খান, মোঃ জামান, বৈশাখী মেলার আয়োজকদের পক্ষে মজিবর রহমান এবং এফবিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রকাশক ও সম্পাদক টিটন মালিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে নতুন প্রজন্মের প্রবাসী সন্তানরা অংশ নেয়। লাল সবুজ পোশাকে তারা বুকে লালন করতে শেখে হাজার মাইল দূরের প্রিয় বাংলাদেশকে, দেশের ইতিহাস ঐতিহ্যকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান ছাড়াও জনপ্রিয় বাংলা গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন প্রবাসী শিল্পীরা। প্রবাসী নারীরাও করোনা মহামারির ধকল পেরিয়ে এমন মিলনমেলায় উপস্থিত হয়ে উচ্ছাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে সবাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন একাত্তরের বীর শহীদদের আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রম হারানোর ত্যাগের কথা।

সবাই শ্রদ্ধা জানান জীবিত মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানকে। গানে গানে সুরে সুরে সবাই ফিরে যান হাজার মাইল দূরে ফেলে আসা প্রিয় স্বদেশ।

আবেগাপ্লুত হৃদয়ে বয়ে নিয়ে বেড়ান দেশের জন্য মমতা আর ভালোবাসা।