মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক হামলায় শিশু ও বৃদ্ধসহ ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত লোকদের একটি শিবির লক্ষ্য করে এই সামরিক হামলা চালানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছের ওই শিবিরে এই হামলা চালানো হয়।

খিত থিট নিউজ এজেন্সি বলছে, হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। কাচিন নিউজ গ্রুপ জানিয়েছে, হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে মিটকিনা নিউজ জার্নাল জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছে।

কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু এএফপিকে জানিয়েছেন, সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে সর্বশেষ হামলাটি ঘটে। তিনি বলেন, ‘আমরা শিশু এবং বয়স্ক মানুষসহ ২৯ জনের মৃতদেহ পেয়েছি ৫৬ জন আহত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কোনো বিমানের শব্দ শুনিনি।’ তিনি উল্লেখ করেছেন, ক্যাম্প লক্ষ্য করে সামরিক ড্রোন ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।