বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশে ছাবের আহমেদ (৪৫) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। পরে তাকে জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ইউপি সাবের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্তে এলাকা জামছড়ি এলাকায় বিকেলে স্থানীয়দের সঙ্গে বসে ছিলেন সাবের আহমদ। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার শরীর লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানতে চাইলে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সীমান্তে গোলাগুলির খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এর আগে মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, তাদেরকে প্রথমে জামছড়ি বিওপি বিজিবি ক্যাম্পের নিচে রাখা হয়। পরে সেখান থেকে তাদের নিরস্ত্র করে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, মিয়ানমারের গোলাগুলিতে ওয়ার্ড ইউপি সদস্য ছাবের আহমেদ আহত হয়েছেন। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। যদিও তাদেরকে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।