রাজধানীর মিরপুর ১১ নম্বরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে প্রকট শব্দে বিস্ফোরণ হয়।
দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রওশনা আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেG
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় সাতজন দগ্ধ হয়। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, দগ্ধদের চিকিৎসা চলছে। এ ঘটনায় দগ্ধ ৫ বছরের এক শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো সম্ভব হবে।