‘মিস ইন্ডিয়া- ২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সিনি শেট্টি। ৩১ জন প্রতিযোগীকে হারিয়ে এই শিরোপা জিতেছেন সিনি।মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে সিনিকে মিস ইন্ডিয়া বলে ঘোষণা করা হয়। তিনি কর্ণাটকের বাসিন্দা। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।
ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২-এর বিচারকের আসনে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া থেকে ডিনো মরিয়া ও মালাইকা অরোরা। এছাড়াও রবিবাসরীয় ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে ছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটর অধিনায়ক মিতালি রাজ। এছাড়াও স্টার স্টাটেড বিচারকের প্যানেলে ছিলেন রাহুল গান্ধী, রোহিত গান্ধী।
ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে নস্টালজিক হয়ে পড়েছিলেন নেহা ধুপিয়া। আজ থেকে ২০ বছর আগে এই মঞ্চ থেকে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলে নেহা। তিনি বলেন, ‘প্রতিভাবান প্রতিযোগিদের সঙ্গে আমি ২০ বছর আগে নিজের সাফল্যকে আরও একবার ফিরে দেখার সুযোগ পেলাম। ৩১ জন প্রতিযোগিকে প্রথমে মুম্বই নিয়ে আসা হয়। সেখানে তাঁদেরকে সব রকম প্রশিক্ষণ দেওয়া হয়। সিনে ইন্ডাস্ট্রির তারকাদের থেকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ রপ্ত করেছেন তাঁরা।
মিস ইন্ডিয়া ২০২২ সিনি শেট্টি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এর পেশাদার কোর্স করছেন। নাচ শেখা শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।
মিস ইন্ডিয়া খেতাব জেতার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২১ বছরের সিনি শেট্টি। শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিনি। সেই সঙ্গে লিখেছেন, মিস ইন্ডায়ার শিরোপা জিতে কর্ণাটক সহ গোটা ভারতের গর্ব হতে পেরে খুব খুশি। সকলের ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আপ্লুত মিস ইন্ডিয়া সিনি শেট্টি।