অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালে শুরু হয়েছিল ছবিটির শুটিং। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উৎরাই পার করে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেল ছবিটি। নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদ দিদার।
সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস দল আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও বিউটি নামের একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। সখানে প্রশংসিত হয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। জানান পরিচালক মাহমুদ দিদার।
তিনি বলেন, ‘ঈদের আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। সিনেমাটি দেখার পর বুধবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেবো। এ বিষয়টা আগামী সপ্তাহে জানা যাবে।’
এ সিনেমার গল্প গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান নারী শিল্পী বিউটি ও তার সার্কাস দলটি নিয়ে। বিউটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন কবীর সাধুসহ অনেকে।