মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ বলছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও চিত্রগুলোতে দেখা গেছে, অভিবাসীদের রাখার একটি অবকাঠামোর চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। ওই সময় সেখানে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও লাশ রাখার গাড়ি দেখা গেছে। সেখানে সারিবদ্ধভাবে অনেক লাশ রাখা ছিল।
মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে কমপক্ষে ৩৯ জন মারা গেছে। এছাড়া ২৯ জন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তারা আরও জানিয়েছে, অভিবাসী আটক কেন্দ্রে ৬৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে আটকে রাখা হয়েছিল। তারা মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস একটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে তদন্তকারীরা রয়েছেন।