মেক্সিকোর তামাউলিপাসে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন কমপক্ষে ৩০ জন। আহত ১০ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি’র। স্থানীয় সময় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ জন লোক গির্জার ভেতরে ছিল।

সামাজিক মাধ্যমে কিছু ছবিতে দেখা গেছে, গির্জার আশপাশে অনেক লোকজনের ভিড়। কেউ কেউ ধ্বংসস্তূপে প্রিয়জনের সন্ধান চালাচ্ছে। ঘটনাস্থলে ভিড় কমাতে উৎসুক জনতার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ, আটকে থাকাদের মধ্যে কেউ শব্দ করলে যেন স্পষ্ট শোনা যায়। সে জন্য সবাইকে নীরব থাকতে অনুরোধ জানানো হয়েছে।

কীভাবে ধসের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। অতিরিক্ত লোকজন ও ভবনটির ভিত্তির দুর্বলতার কারণে এমনটা হতে পারে।