সৌদি আরবের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে রিয়াদ সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরের প্রথম দিনেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ বুধবার (৭ই জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, ব্লিঙ্কেন মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সাথে কথা বলেছেন। বৈঠকে দু’জন “মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও অগ্রসর স্থিতিশীলতা, নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন।
মিলার বলেন, ইয়েমেনে শান্তি অর্জনের লক্ষ্যে সৌদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন ব্লিঙ্কেন। যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে সৌদির সহযোগিতা এবং যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের দেশটির ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চলমান অবস্থা থেকে উন্নত করাই এই সফরের উদ্দেশ্য।
গত কয়েক বছর ধরে ইরান, আঞ্চলিক নিরাপত্তা, তেলের দাম নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ সামনে এসেছে। বিশেষ করে জামাল খাশোগজি হত্যা নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। আর সা¤প্রতিক সময়ে দেশটিতে চীনের উপস্থিতি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রকে।
ওয়াশিংটনের থিংক ট্যাংক ফাউন্ডেশন অব ডিফেন্স অব ডেমোক্রেসির পরামর্শদাতা রিচার্ড গোল্ডবার্গ বলেছেন, ব্লিংকেনের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে- চীন ও সৌদি আরব যেন খুব কাছাকাছি না আসে তা নিশ্চিত করা। ব্লিংকেন সৌদি আরবকে বোঝাবার চেষ্টা করবেন, চীন কেন সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে। আর যুক্তরাষ্ট্র সঙ্গে থাকলে সৌদির কী লাভ হবে।
সফরে ব্লিংকেন অন্য সৌদি নেতাদের সঙ্গেও দেখা করবেন।