যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ মেক্সিকোতে তীব্র দাবদাহে জুন মাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়র্টাস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ১২ থেকে ২৫শে জুনের মধ্যে মেক্সিকোতে দাবদাহে মারা গেছে ১০৪ জন। দেশটির অনেক এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রিতে। গত বছরের এই সময়ে দেশটিতে দাবদাহের কারণে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। নিহতদের বেশির ভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে। কেউ মারা গেছে পানিশূন্যতায়।

বর্ষাকালের বৃষ্টির জন্য কিছুদিন ধরে দেশটির তাপমাত্রা কিছুটা কম থাকলেও উত্তরের কয়েকটি শহরের তাপমাত্রা এখনও কমেনি। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে বুধবারের (২৮ জুন) তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা ১২০ ফারেনহাইট।