মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩১ জন। স্থানীয় সময় রোববার (২৮শে এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলের শহর মালিনালকোতে একটি বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।
স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, সড়কপথে একটি বাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।
গত ২৪শে ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু।
গত শনিবার একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।
এর আগে গত ১৯শে ফেব্রুয়ারি কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।