মেক্সিকোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে অন্তত ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করে। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত কারণ জানা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল। এরমধ্যেই বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।