মেট্রোরেল পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় গত বছর মেট্রোরেলের টিকেটের মূল্যে ভ্যাট ছাড় দিয়েছিল এনবিআর। আর চলতি বছরের জুন পর্যন্ত তাদের ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা ছিল। চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল কর্তৃপক্ষকে দেওয়া করছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) এনবিআরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে।

চিঠিতে বলা হয়, ‘উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের যোগান অব্যাহত রাখাসহ দেশকে এলডিসি থেকে উত্তরণ এবং কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রদত্ত অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে অর্থাৎ অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।’

ডিএমটিসিএল সম্প্রতি এনবিআরকে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে চিঠি দিলেও এনবিআর ওই আবেদন প্রত্যাখ্যান করে।

ভ্যাট অব্যাহতির সুবিধা না থাকায় এখন জনপ্রিয় এ গণপরিবহনটির ভাড়া আরও বাড়বে। বর্তমানে মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।