ফের কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার তিন ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। বৈদ্যুতিক ত্রুটির কারণে সকাল ৯টার দিকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সমস্যা সমাধানের পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ মেট্রোরেল চলাচলের জন্য উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে ৯টি স্টেশন খুলে দেওয়া হয়। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর মেট্রোরেল চলছিল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বর্তমানে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার।