রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি চাইনিজ ডরমেটরির ভবনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা থেকে রওনা হলেও সর্বশেষ সোয়া সাতটা পর্যন্ত পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান৷ তিনি বলেন, আমরা ক্ষণে ক্ষণে পুলিশের সঙ্গে কথা বলছি। তারা যানজট কমাতে কাজ করছে। তবে কাজ হচ্ছে না।