৩৪ পূর্ণ করেছেন লিওনেল মেসি। পুরো বিশ্বজুড়ে চলছে তার বন্দনা। সবাই তার জন্মদিনে জানাচ্ছেন শুভেচ্ছা। সর্তীথরাই বা কেন বাদ থাকবেন? তাও আবার কোপা আমেরিকা খেলতে সবাই যখন আছেন একসঙ্গে।
সেটা তারা করলেনও না। আর্জেন্টাইন অধিনায়কের জন্য উপহার নিয়ে হাজির হলেন মেসির রুমে। সব উপহারই যদিও ছিল মজার। তবে ছোট ছোট ওই উপহারকে সঙ্গী করেই আড্ডা জমে ওঠে মেসির রুমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের ধন্যবাদ জানান আর্জেন্টাইন অধিনায়ক।
তিনি লিখেছেন, ‘সতীর্থদের সঙ্গে জন্মদিন শুরু হলো এবং কিছু উপহার পেলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ এই দিনটাকে বিশেষ করে তোলার জন্য। যদিও আমি আমার পরিবারের কাছে নেই। তাদেরকে এই সময়ে খুব মিস করছি।’
মেসিকে মিস করছেন তার স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমরা তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালোবাসি। তুমিই আমাদের সবকিছু। অনেক বেশি মিস করছি।’