ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব গিয়ে নিষেধাজ্ঞার পর এবার ভক্তদের তোপের মুখে পড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা ছাড়াও পিএসজি সমর্থকরা ক্ষেপেছেন নেইমার জুনিয়র আর মার্কো ভেরাত্তির উপরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই তিন খেলোয়াড়ের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পিএসজি।

পিএসজির একদল সমর্থক গতকাল ক্লাবের হেডকোয়ার্টারের সামনে মেসির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। স্লোগানের পাশাপাশি গালাগালও দেন কেউ কেউ।

তারা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। সেই ঘটনার একটি ভিডিওতে নেইমার লাইক দেওয়ায় আরও চটে যান সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে তাকে ক্লাব ছাড়তে সময় বেধে দেয় তারা।

এসময় সমর্থকরা ক্লাব কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে ও ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে নিয়েও স্লোগান দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘লেকুইপে’।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘উগ্র’ সমর্থকদের বিক্ষোভ প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় মেসি, নেইমার, মিডফিল্ডার মার্কো ভেরাত্তি, কোচ ক্রিস্তফ গালতিয়েরের বাড়ি আর পিএসজির ট্রেনিং সেন্টার ক্যাম্প দে লোগেসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব জায়গাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সমর্থকদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে পিএসজি। ক্লাব সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।

উল্লে­খ্য, ক্লাব কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লিওনেল মেসি সৌদি আরব যাত্রা করেন। এ ঘটনায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ম্যাচ হারের পর মেসির এ বিদেশ যাত্রা কোনোভাবেই মেনে নিতে পারেনি পিএসজি সমর্থকরা। আর নেইমারের উপর তাদের ক্ষোভ দীর্ঘদিনের। মাঠ ও মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিল পিএসজি সমর্থকরা।