ফরাসি লিগ ওয়ানে নেইমার-মেসিকে ছাড়াই ত্রয়াকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ফলে শিরোপা জয়ে আরও একধাপ এগিয়ে গেলো ফরাসি ক্লাবটি। রোববার রাতে ত্রয়ার মাঠে স্বাগতিকদের কোনো রকম পাত্তাই দেয়নি পিএসজি।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ত্রোয়ার ঘরের মাঠে। ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় সফরকারী পিএসজি। এরপর যেন গতি আরো বেড়েছে পিএসজির। এই দলের খেলোয়াড়রা একের পর এক আক্রমণে ব্যাস্ত করে তুলেছিল স্বাগতিক ত্রোয়ার খেলোয়াড়দের। তবে প্রথমার্ধে পিএসজিকে আর গোল করতে দেননি ত্রোয়ার গোলরক্ষক গোতি গালন।
১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়া পিএসজি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৫৯ মিনিটে। গোলরক্ষকের ফিরিয়ে দেয়া বল আবার শট দিয়ে জালে জড়ান ভিতিনিয়া। ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান কমান ত্রোয়ার জাভিয়ের শাভালেরাঁ। তবে খুব একটা লাভ হয়নি। এই গোলের মাত্র তিন মিনিট পরই আবার গোল পায় পিএসজি। পিএসজির হয়ে গোলটি করেন ফাবিয়ান রুইজ। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।