মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মেয়েকে সঙ্গে নিয়ে রোববার (৮ই মে) ‘মুজিব’ সিনেমার কাজে অংশ নেন জনপ্রিয় এ অভিনেত্রী। ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিশা। মেয়ে ইলহামকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’
২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর গত ৫ জানুয়ারি কন্যা সন্তানের মা হন তিশা।
এর আগে ২০২১ সালের এপ্রিলে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। সিনেমাটির তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং শেষে জানতে পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের শুটিং থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিশা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্রের নাম শুরুতে ছিল ‘বঙ্গবন্ধু’, পরে ছবির নাম বদলে রাখা হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।