ভারতে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেয়ায় মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার কলকাতায় এক রাজনৈতিক সভায় বিজেপির বিরুদ্ধে এ অভিযোগ তুলেন তিনি।

মততা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে দেখা করতে চাইলেও বিজেপি সরকার তা করতে দেয়নি। এমনকি,  শেখ হাসিনার সাথে তার ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও, বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভারত সফরে অংশগ্রহণে তাকে আমন্ত্রণ জানায়নি মোদি সরকার। তার সাথে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে বিজেপি ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাই তৃণমূলকে বিজেপি আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ মমতার।

তিনি আরও বলেন, তৃণমূল ভয় পায় না। তারা কাউকে আঘাত না করে না, তবে কেউ আঘাত করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, যখনই তাকে বিদেশি কোনো দেশে আমন্ত্রণ জানানো হয়, তাকে বাঁধা দেয়ার চেষ্টা করে বিজেপি। কোনো বিদেশি বিশিষ্ট ব্যক্তির সাথে মমতার সাক্ষাত করা নিয়েও বিজেপি চিন্তিত বলেও সমালোচনা করেন মমতা ব্যানার্জি।