লে হাভ্রের বিপক্ষে শনিবার জিতলেই চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু ড্র করে তাদের অপেক্ষা আরও বেড়ে যায়। ২৪ ঘণ্টা না যেতেই তারা চ্যাম্পিয়ন হওয়ার সুখবর পেলো। কারণ মোনাকো হেরে গেছে। রবিবার লিগ ওয়ানে ৯ ম্যাচে প্রথম হার তারা হেরেছে লিওঁর কাছে।

লিগে এটি পিএসজির টানা দ্বিতীয় শিরোপা এবং সবমিলিয়ে ১২তম।

মোনাকো-লিয়ন খেলার আগে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ছিল ৭০, আর দ্বিতীয়তে থাকা মোনাকোর ৫৮। দুই দলের ব্যবধান ছিল ১২ পয়েন্টের। লিগে পিএসজির হাতে ছিল ৩ ম্যাচ আরও মোনাকোর ৪ ম্যাচ। এটি মোনাকো জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান ৯ হতো। তাতে শিরোপা জিততে অন্তত আরও ১ পয়েন্ট লাগতো পিএসজির।

কিন্তু তা আর হয়নি। ৩১ ম্যাচ শেষে এখন পিএসজির পয়েন্ট ৭০ আর মোনাকোর ৫৮। পরের ৩ ম্যাচে মোনাকো জিতলেও ধরতে পারবে না পিএসজিকে।

মোনাকোর হারের পরপরই উদযাপনে মেতে উঠেন পিএসজির ভক্ত, সমর্থক, ও খেলোয়াড়রা। তবে আনুষ্ঠানিক উদযাপন হবে পিএসজির পরের খেলার সময়।

মোনাকো প্রথম মিনিটে এগিয়ে যায় উইসাম বেন ইয়েডারের গোলে। এরপর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে তাদের পেছনে ফেলে লিওঁ।

২২ মিনিটে অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে সমতা ফেরান। সাইদ বেনরাহমা ২৬ মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে রাখেন।

বিরতির পর ইয়েডার ৬০ মিনিটে গোল করে সমতা ফিরিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে মালিক ফোফানার গোলে হার মানে তারা।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি পিএসজির সামনে। আগামী বুধবার তারা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলবে। আর ২৬ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওঁ।