আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ শনিবার (দোসরা ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
পরিবার সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন দিপু। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবীড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল তেসরা ডিসেম্বর দিপু চৌধুরীর প্রথম জানাজা গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর স্কুল মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা হবে মতলব দক্ষিণের নিউ হোস্টেল মাঠে। এছাড়া চৌঠা ডিসেম্বর সকালে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দলীয় কার্যালয় থেকে বাবার সঙ্গে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিপু চৌধুরী। যদিও পরে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পেয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।