মোস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ারের সামনে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রায় প্রতি ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে বাড়তি পরিকল্পনার কথা জানিয়েও সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি অজি ব্যাটসম্যান। এবার কি বাঁহাতি পেসারকে সামলাতে পারবে নিউজিল্যান্ড? কিউইদের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল জানালেন, মোস্তাফিজকে নিয়ে আছে তাদের ভিন্ন পরিকল্পনা।
অস্ট্রেলিয়াকে কীভাবে ভুগিয়েছেন মোস্তাফিজ, জানা আছে নিউজিল্যান্ডের। সব ম্যাচে বাঁহাতি পেসার চেপে ধরেছিলেন ম্যাথু ওয়েডদের। কিউইদের জন্যও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। মোস্তাফিজের চাপ কীভাবে তারা সামলান, সেটাই দেখার। যদিও পকনল বলছেন, তারাই উল্টো চেপে ধরতে চান বাংলাদেশি পেসারকে।
আজ (শনিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোস্তাফিজ প্রসঙ্গে কিউই কোচ বলেছেন, ‘আমরা তাকে (মোস্তাফিজ) গুরুত্বসহকারে নিয়েছি। তার বল খেলতে কিছু পরিকল্পনাও সাজিয়েছি। তবে আমরা স্থির থেকেই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে ভিন্ন কোনও কৌশলে মোস্তাফিজকে চাপে রাখার।’
অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিং করে অজি ব্যাটসম্যানদেরে কোনও সুযোগই দেননি মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তাফিজের বোলিং দেখেছেন নিউজিল্যান্ডের এই কোচ। তিনি বলেছেন, ‘মোস্তাফিজ দুর্দান্ত বোলার। সে তার কব্জির ব্যবহার দারুণভাবে করতে পারে। ডেলিভারিগুলো কতটা সুন্দরভাবে করে, সেটি দেখতেও দারুণ লাগে। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের মতো মোস্তাফিজও আমাদের জন্য হুমকি।’
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুরুর দিকে খেলতে পারবেন না ফিন অ্যালেন। তার বিকল্প খেলোয়াড় নিয়ে চিন্তায় গ্লেন পকনল, ‘করোনায় আক্রান্ত হলেও কোনও লক্ষণই তার মধ্যে দেখা যায়নি। এটা ইতিবাচক একটি দিক। ফিন ঘরোয়া পর্যায়ের প্রমাণিত পারফর্মার। জাতীয় দলে উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় ও সুযোগ পেয়েছে। তাকে না পাওয়াতে, তার জায়গা নিয়ে আমাদের একটু ভাবতে হবে।’