পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫০ জন নিখোঁজ হয়েছেন। ইউরোপে পাড়ি জমাতে সম্প্রতি এই নৌকা ডুবির ঘটনা ঘটে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাছ ধরার একটি কাঠের নৌকাতে তিন শতাধিক যাত্রী আরোহী হয়েছিলেন। প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সমুদ্র পথে ইউরোপে ঢোকার চেষ্টা করেন দেশটির লোকজন। গত সোমবার গাম্বিয়া থেকে এক হাজার ৩৫০ কিলোমিটার দূরে ওই নৌকা ডুবির ঘটনা ঘটে। যাতে নৌকাটিতে থাকা অর্ধেকের বেশি যাত্রী নিখোঁজ হয়েছেন।
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে আটলান্টিক অভিবাসন রুটটি সাধারণত আফ্রিকান লোকেরা ইউরোপে আশ্রয় বা আরও ভালো কাজের সুযোগ খুঁজতে ব্যবহার করে থাকে। তবে এই রুটটি বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন রুটগুলোর একটি।
আইওএম আরও জানিয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে গত ১৫ই জুলাইয়ের মধ্যে ১৯ হাজার ৭০০ জনেরও বেশি লোক আটলান্টিক রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬০ শতাংশ বেশি।