ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ডম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩-৩০ মিনিটে। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকা ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় হচ্ছে না নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তারা জানিয়েছে, ‘নিরাপত্তা শঙ্কায়’ খেলোয়াড়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও নিরাপত্তা শঙ্কাটা আসলে কী ঘিরে বা কীসের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা পরিষ্কার করেনি এনজেডসি।