প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের সক্ষমতা নেই তারাই নির্বাচন বর্জন করে। দেশের মানুষ তাদের গ্রহণ করেনি। সব ষড়যন্ত্র মোকাবেল করে জাতীয় নির্বাচন হয়েছে যাতে জনমতের প্রতিফলন ঘটেছে। বৃহস্পতিবার গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে সেদেশের পুলিশের আচরণের নিন্দাও করেন তিনি।

গেল ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, মুক্ত বাণিজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসসহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যের পর জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বলেন, যারা গণতন্ত্রের কথা বলে তারাই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। আওয়ামী লীগ গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

সরকার প্রধান বলেন, আন্দোলনে বাধা দিচ্ছে না সরকার। তবে বিক্ষোভ দমনে আমেরিকার পুলিশের আচরণের নিন্দা জানান তিনি। দেশটিতে প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ন হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

দ্রব্যমূল নিয়ন্ত্রণ নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরবরাহ ঠিক থাকার পরেও অনেক সময় অতি মুনাফা ও কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।