পূর্ব ইউক্রেনের বাখমুত এখন ‘কিলিং জোনে’ পরিণত হয়েছে। রুশ সেনারা ওয়াগনার গ্রুপের সেনাদের সামনে অগ্রসরের বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তারা আক্রমণ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের পূর্বাঞ্চলের বেশির ভাগ জায়গা গত ৪ দিনে দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ইউক্রেনীয় বাহিনী সেখানকার পশ্চিমাঞ্চল দখলে রেখেছে। ওয়াগনার বাহিনীর অগ্রযাত্রা রোধ করতে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনীয় সেনারা সুরক্ষিত ভবন থেকে গুলি চালাতে সক্ষম হওয়ায় ওই এলাকা ‘কিলিং জোনে’ পরিণত হয়েছে। ওয়াগনার বাহিনীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে সামনের দিকে যাওয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুতের পর তারা (রুশ সেনারা) সামনে এগোবে। ক্রামাতোরস্কের দিকে যেতে পারে। স্লোভিয়ানস্কের দিকেও যেতে পারে। বাখমুত দখল করতে পারলে রুশ সেনাদের জন্য দোনেৎস্ক অভিমুখে যাওয়ার পথ উন্মুক্ত হবে।

ইউক্রেন একটি কৌশল নিয়ে এগোচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ সম্ভব তারা বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রাখবে।

তিনি আরও বলেন, শীর্ষ কমান্ডাররা বাখমুতে প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখতে এবং নিজেদের অবস্থান আরো জোরদার করতে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার বলছে, বাখমুত দখলের চেষ্টা চালাতে গিয়ে রুশ বাহিনীকে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশের চেয়ে এ এলাকার দিকে বেশি মনোনিবেশ করছে বলেও জানানো হয়েছে।