যুক্তরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘সিয়ারান’। এর প্রভাবে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কবলে পড়েছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। ইংল্যান্ড ও চ্যানেল আইল্যান্ডের আশপাশের এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও পরিবহণ পরিষেবা। আগামী তিনদিন এই ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকার আশংকায় বন্ধ ঘোষণা করা হয়েছে অধিকাংশ স্কুল। ঝড়ের হুমকিতে রয়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডও। এদিকে, মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে মৌসুমী ঝড় পিলারের আঘাতে তিনজন নিহত হয়েছে।

ঘন্টায় একশো কিলোমিটার বেগে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল ও চ্যানেল আইল্যান্ডে আছড়ে পড়েছে শক্তিশালী ঝড় সিয়ারান। চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ের আশংকায় চ্যানেল আইল্যান্ডের আশপাশের এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। ভেঙ্গে পড়ছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন।

ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেন্ট, সাসেক্স এবং সারি কাউন্টি। ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের তিন শতাধিক স্কুল।

এদিকে, ঝড় সিয়ারনের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ফ্রান্স এবং আয়ারল্যান্ডেও। বৃহস্পতিবার রাতের মধ্যে ঝড়টি ফ্রান্সের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে আশংকা করছে ফরাসী আবহাওয়া বিভাগ।