যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এখনও বিদ্যুৎহীন রয়েছে সেখানকার ১ লাখ ৮০ হাজার মানুষ।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, টর্নেডোরটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে আলাবামা, মিসিসিপি, ইন্ডিয়ানা, ইলিনয় এবং টেনেসিসহ অন্তত ১১ টি অঙ্গরাজ্য। এতে সতর্কতার আওতায় রয়েছে সেখানকার এক কোটি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলের পর মাইল এলাকা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে টেনেসি অঙ্গরাজ্য। সেখানে প্রাণহানি হয়েছে ১৫ জনের। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শহরের স্কুল। এছাড়াও ক্ষীতগ্রস্ত হয়ে আছে আরকানসাস অঙ্গরাজ্য। আগামী কয়েকদিন প্রচণ্ড বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বাতাসের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।