যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ছয়জন। আজ (সোমবার) রাজ্যের বৃহত্তম নগরী লুইভেলের বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। সবাইকে উদ্ধার করে লুইভেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কেনটাকি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই। এখন তদন্ত চলছে। স্থানীয়দের তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বড় ধরনের আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তিটি হঠাৎ করে গুলি করতে শুরু করে। ট্রয় হাস্টে নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমার পাশের লোকটির গায়ে গুলি লাগে। রক্ত ছিটকে এসে আমার গায়ে পড়ে।
এ সময় ৫ জন মারা যায় এবং ৬ জন গুলিবিদ্ধ হয়। একজন পুলিশ অফিসারের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা কি জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কেনটাকির গভর্নর এন্ডি বেসিয়ার এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে, গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক।