যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিউইয়র্ক হেলিকপ্টারস’ নামক একটি সংস্থা এই হেলিকপ্টারটি পরিচালনা করত। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা শোকাহত পরিবারগুলোর সঙ্গে রয়েছি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন বলে একজন জানান।