ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে পরিবর্তন হয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটের। যুদ্ধ গড়িয়েছে ৩২৮ দিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সর্ববৃহৎ এ যুদ্ধে এখন পর্যন্ত সাত হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছেন। গত সোমবার জাতিসংঘ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে ইউক্রেন দাবি করছে এ সংখ্যা ৯হাজারের বেশি। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু রয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ একজন সহযোগী এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, হেড অব দ্য ইউক্রেনীয়ান প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেন।

সেখানে তিনি বলেন, ‘রাশিয়ান সেনাদের সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করা হয়েছে। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাবদিহি করতে হবে।’

আন্দ্রি ইয়ারমাক বলেন, সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।