জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ই নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর বৃহস্পতিবার জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে এ কথা জানান তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের (নির্বাচিত প্রার্থীর) বাসভবনে ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য।

এসময় তার জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ দেন তিনি। ক্ষমতায় গিয়ে নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ করা হবে বলেও জানান ট্রাম্প। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এই গালা নাইট ডিনারে তার সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এবং হাউস স্পিকার মাইক জনসন উপস্থিত ছিলেন।

ভাষণের পরপরই নর্থ ডাকোটা রাজ্যের রিপাবলিকান গর্ভনর ডগ বার্গাম-কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন ট্রাম্প। প্রশাসনের দায়িত্ব নিয়ে নিজের নাম উঠে আসায় বার্গাম বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা থেকে দেশকে সামনে এগিয়ে নিতে ট্রাম্পকে সহযোগিতা করতে চান তিনি। ট্রাম্পের মতো বিচক্ষণ এবং পরিশ্রমী প্রেসিডেন্ট যোগ্য ব্যক্তিদেরকেই প্রশাসনে নিয়োগ দেবেন।

আর স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের জন্য মনোনয়ন পেয়েছেন রবার্ট এফ কেনেডি। তার নাম ঘোষণার সময়

ট্রাম্প বলেন, ‘রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল। এই দপ্তরকে ঢেলে সাজাবেন কেনেডি।’

যদিও মার্কিন স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তিত্ব। বিশেষ করে করোনার টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।