থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর। বহুল প্রতীক্ষিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর নাম আগামীকাল ঘোষণা করা হবে। এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে নানা বিভাগের পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগিরা। চলতি আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ন্যাশনাল কস্টিউম পর্ব। এ উপলক্ষে প্রতিটি দেশের সুন্দরীরা নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিশেষ পোশাকে মঞ্চে হাঁটেন। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিথিলা বেছে নিয়েছেন দেশের নারীদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে, আর তার জন্য বেছে নেন সাদা জামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাশনাল কস্টিউমের ছবি প্রকাশ করে মিথিলা জানান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউমের শিরোনাম দিয়েছেন ‘দ্য কুইন অব বেঙ্গল’। তিনি লেখেন, মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।

বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরেনি। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে।

স্টেজ থেকে নামার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মিথিলা। তিনি বলেন, সবাই খুব প্রশংসা করেছে। আজকে স্টেজ থেকে নামার পর আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করবেন কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।