ঘনিয়ে আসছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান পৃথিবীতে আসার সময়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার একটি ভিডিও। ওই ভিডিওতে অভিনয় জীবনের ইতি টানার কথা জানান এ অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দীপিকার পুরনো সেই সাক্ষাৎকারটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধমে আবারও বেশ আলোড়ন তুলেছে। সেখানে বলেছিলেন যদি কখনও মনের মানুষ খুঁজে পান, তা হলে সুখী দাম্পত্য জীবনের জন্য অভিনয় ছাড়বেন। পাশাপাশি বলেছিলেন, একাধিক সন্তান নিয়ে সংসার জীবন উপভোগ করতে চান।
সে সময় বর্তমান স্বামী রণবীরের সঙ্গে তুমুল প্রেম চলছিলো পাঠান নায়িকার। সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।
এদিকে বাচ্চাদের খুব পছন্দ করেন এই বলি অভিনেত্রী। শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। শুধু তাই নয়, চিত্রনাট্যকার হোমি অদাজানিয়া ও অনাইতার সন্তানদের সঙ্গও উপভোগ করেন। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন, বন্ধু ও বন্ধুদের পরিবারের সঙ্গেও নিয়মিত সময় কাটাতে চেষ্টা করেন অভিনেত্রী।
আগামী সেপ্টেম্বরে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের প্রথম সন্তান আসতে চলেছে। যা নিয়ে বেশ খুশি রণবীর-দীপিকা। সমাজিক যোগাযোগমাধ্যমে গত মার্চে এ কথা জানিয়েছিলেন রণবীর।
সম্প্রতি দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি মুক্তি পেয়েছে। যা ইতিমধ্যে ভারতীয় বক্স অফিসের অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে।