আমার শৈশব কেটেছে মুন্সীগঞ্জ জেলায়। ছেলেবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছি। পড়াশোনা করেছি বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ে। তখন ফটোগ্রাফির প্রতি আমার প্রচণ্ড আগ্রহ তৈরি হয়। যদিও সুযোগ কম ছিল। এখনকার মতো ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম এতটা সহজলভ্য ছিল না। অনেক কষ্ট করে হলেও সখের গুরুত্ব দিয়েছি সবসময়ই। সাংবাদিকতা হয়তো সেই অর্থে তখন করা হয়নি। তবে আগ্রহ ছিল অনেক। পরে হরগঙ্গা মহাবিদ্যালয় এবং ঢাকার জগন্নাথ কলেজ (এখন বিশ্ববিদ্যালয়) পড়ার সময়ও সক্রিয় ছিলাম সাংস্কৃতিক জগতে। একসময় চলে আসি যুক্তরাষ্ট্রে। শুরু থেকেই আমার বসবাস ফ্লোরিডায়। এই স্টেটটিকে বিশেষভাবে ভালো লেগে যায় এর আবহাওয়ার কারণে। কারণ ফ্লোরিডার আবহাওয়া অনেকটাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মতো।
যুক্তরাষ্ট্রে আসার পর থেকে মনে হলো এখান থেকে গোটা দুনিয়াটাকে ভালোভাবে দেখা যায়। প্রবাসী হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেক জীবন সংগ্রাম থাকে। সেটা আমার বেলাতেও ছিল। এরপরও আমার সখ থেকে এতটুকু দূরে সরে আসিনি। বিশেষ করে ফটোগ্রাফির নেশাটা থেকেই যায়। বরং এটা যেনো কখনো কখনো পেশার চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছিল। আর এই ফটোগ্রাফিই আমাকে মানুষের একেবারে কেন্দ্রে নিয়ে যায়। অনেকের প্রয়োজনে তারা আমাকে পাশে পায়। আমিও ভীষণভাবে উপভোগ করতে থাকি। একটা সময় ভিডিওগ্রাফির প্রতিও আগ্রহী হয়ে উঠি। কাজের ব্যাপ্তি বাড়ে। ফ্লোরিডায় নিজের একটা অবস্থান তৈরি হয় এসব কাজে। কিন্তু আনুষ্ঠানিক কোন প্লাটফর্ম ছিল না। তখনই ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী টিটন মালিক ও আরও কয়েকজনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হই। গড়ে তুলি ‘এফবি টিভি’। এটাই ছিল ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার টেলিভিশন। পাওয়া গেলো সাংবাদিকতার আনুষ্ঠানিক একটি প্লাটফর্ম। জীবনে গুরুত্বপূর্ণ অনেক ঘটনাই দেখেছি। তবে নিজে কাভার করেছি এমন ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০১৮ সালের বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যখন মহাকাশে উৎক্ষেপণ করা হয় সেটা। পরের বছর জাতিসংঘের ৭৪তম অধিবেশন কাভার করার জন্যে নিউইয়র্কে যাই। কাছ থেকে বিশ্বনেতাদের দেখি। বিশাল সেই ঘটনা কাভার করার অভিজ্ঞতাও আমার জীবনে অমূল্য হয়ে থাকবে। তা ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল ফ্লোরিডায় এসেছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলতে। সেই সিরিজটা বাংলাদেশ জিতে যায়। এমন আরও অনেক ঘটনা দেখেছি চোখের সামনে। কাভার করেছি।
আর যে কারণে আমি সাংবাদিকতার সঙ্গে থাকতে চাই তার কারণ দুটো। প্রথমত গুরুত্বপূর্ণ কিংবা সংবাদ তৈরি করে এমন ঘটনার সঙ্গে থাকা যায়। দ্বিতীয় সেইসব ঘটনা মানুষকে জানানোর আমি একটি মাধ্যম হতে পারি। উত্তেজনায় ভরা এই পেশা মানুষের কল্যাণের জন্যে। মানুষকে তথ্য দেয়ার জন্যে। যে কারণে আমাদের নতুন উদ্যোগ এফবি নিউজ। এই অভিযাত্রায় আমি সঙ্গে আছি। আপনারাও আমাদের সাথে থাকুন।
আওলাদ হাওলাদার
সহপ্রকাশক
www.fbnews247.com