ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুশ মহাকাশ সংস্থা রসকসম হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সংস্থাটির দাবি, রাশিয়ার সহায়তা ছাড়া পশ্চিমারা মহাকাশ স্টেশন টিকিয়ে রাখতে পারবে না।
রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন তাই দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন। তার দাবি, এই নিষেধাজ্ঞার ফলে মহাকাশ স্টেশনের দেখাশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। সবমিলিয়ে যার ফল হতে পারে ৫০০ টন ওজনের মহাকাশ স্টেশন সাগর কিংবা ভূমিতে ভেঙে পড়তে পারে।
আগেও রোগোজিন হুমকি দিয়েছিলেন, আমেরিকা কিংবা ইউরোপের ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন। তার দাবি, এটা ভারত কিংবা চীনের ভূখণ্ডেও পড়তে পারে।
সূত্র: আল জাজিরা