রোজার মাসে রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের যাতায়াত সহজ করতে কর্তৃপক্ষ শিডিউলে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। রোযার প্রথম ১৫ দিন মেট্রোরেলের শিডিউল প্রায় অপরিবর্তিত থাকবে। তবে শেষ ১৫ দিন দুই দিক থেকেই ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ২০ মিনিটে।
এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। রোববার (১০ই মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
এসময় এমএএন ছিদ্দিক জানান, ১৬তম রোজার দিন থেকে পাঁচ টা অতিরিক্ত ট্রেন চলবে মেট্রোরেলে। ইফতারের সময় ট্রেনে পানি বহন করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইফতারের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না।”
রোজার মাসজুড়ে ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।
বরাবরের মতই রোজার মাসেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের ছুটিতেও বন্ধ রাখা হবে মেট্রোরেলের সেবা।