মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, রাখাইনে তাদের সাথে তীব্র সংঘাতে জান্তা বাহিনীর ২ জন কর্নেলসহ ২৩ সেনাসদস্য নিহত হয়েছে। পোন্নাগিউন শহরে দখলকৃত একটি সামরিক ঘাঁটির আশপাশের এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।
এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, পোন্নাগিউন শহরে গত ২১শে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর ৫৫০তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিন বিভাগের সঙ্গে সংঘাত শুরু হয় গোষ্ঠীটির। ১৩ দিন ধরে ব্যাপক যুদ্ধ চলার পর গত ৪ই মার্চ এলআইবি ৫৫০ এর হেড কোয়ার্টার দখলে নেয় আরাকান আর্মির সদস্যরা। হেড কোয়ার্টার ও তার আশপাশের এলাকা থেকে এই সেনা কর্মকর্তা ও সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
৫৫০তম লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হেডকোয়ার্টার দখলের পশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং কয়েকটি সাঁজোয়া যান জব্দ করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে পোন্নাগিউন শহরকে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করেছে গোষ্ঠীটি।
রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে পোন্নাগিউনের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। পোন্নাগিউনের নিয়ন্ত্রণ নেওয়ার আগে সিতওয়ের নিকটবর্তী পাউকতাও শহরও দখলও করেছে আরাকান আর্মি।