মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সরকারি বাহিনী। চংনিউমিন গান নামের ওই গ্রামটিতে শতাধিক পরিবার বসবাস করতো বলে জানিয়েছেন স্থানীয়রা।
এক বাসিন্দা জানান, ‘সেখানে ১০০ টির বেশি বাড়ি ছিলো। গ্রামবাসীরা পালিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র বয়স্ক বাসিন্দারা অবশিষ্ট আছে’।
এছাড়া রাখাইনের রাজধানী সিত্তওয়ের আরেক গ্রামেও হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সিত্তওয়ের উপকণ্ঠে বাইইন ফিউ গ্রামে অভিযান চালায় সরকার বাহিন। যাদের হত্যা করেছে তাদের হত্যার আগে ব্যাপক অত্যাচার চালায় তারা। সিত্তওয়েতে বিদ্রোহীদের আক্রমণের আশংকায় আগে থেকে এই অভিযান চালিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈন্যরা গ্রামবাসীদের আটক করে তাদের শার্ট খুলে ফেলতে বলে। মূলত সেনারা তাদের শরীরে আরাকানি ট্যাটু খুঁজছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পুরুষদের দেহে আরাকান আর্মির প্রতীক, আরাকানের জাতীয় পতাকা, অন্যান্য আরাকানি সংকেত সম্পকির্ত ট্যাটু আকা আছে এমন লোকদের হত্যা করে।’
এত হত্যাযজ্ঞ চালালেও সফলতা বেশি বিদ্রোহীদেরই। স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার নামে একটি সংস্থা জানিয়েছে, দেশটির ৮৬ শতাংশই এখন বিদ্রোহীদের দখলে। বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারানোয় সরকার বাহিনী এখন রক্ষণাত্মক ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।