রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে পড়েছে। শুক্রবার (তেসরা মে) সকালে দুই কিলোমিটার নামক এলাকায় পাহাড় ধ্বসের পর থেকে দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, বৃহস্পতিবারের ভারি বৃষ্টিতে পাহাড় ধসে গেছে। এ কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। মাটি সরানোর কাজ চলছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে, পাহাড় ধসের কারণে বিপাকে পড়েছেন পর্যটকরা। রাঙামাটির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন অনেকে।