ঈদের লম্বা ছুটিতে বরাবরের মতো এবারও অনেকটাই ফাঁকা থাকবে রাজধানী। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টহল পুলিশ বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করতে বিশেষ ইউনিট রাখা হয়েছে। চুরি বা ডাকাতির মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাড়ি মালিকরাও।
ঈদ সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য বাড়ি যাচ্ছেন ঢাকাবাসী। বছরে দুই ঈদে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছেড়ে যান।
ধারণা করা হচ্ছে, প্রায় সোয়া কোটি মানুষ এবারে ঢাকা ছেড়ে যাবে। আর এই সময়ে ফাঁকা ঢাকায় বেড়ে যায় চোর ও ছিনতাইকারীর দৌরাত্ম্য। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর ঈদের ছুটিতে দেড়শটি ছিনতাই ও শতাধিক চুরির ঘটনা ঘটেছে।
তাই এবারে চুরি ছিনতাই রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরায় মনিটরিংয়ের পাশাপাশি থাকবে বাড়তি টহল পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাড়ি ও দোকান মালিক এবং নিরাপত্তা প্রহরীদের সচেতনতা বাড়াতেও কাজ করছে পুলিশ।
এদিকে, ফাঁকা বাসায় চুরি বা ডাকাতির মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্য বাড়তি সতর্ক থাকার কথা জানালেন বাড়ি মালিকরাও।
পুলিশের পাশাপাশি র্যাবের চেকপোস্ট ও টহল থাকবে রাজধানীজুড়ে।