কোরবানির ঈদ যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানীর পশুর হাট। রয়েছে পশুর পর্যাপ্ত জোগানও। তবে হাটগুলোতে এবার বড় গরুর চাহিদা কম। ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকারের গরুর প্রতি। ব্যাপারিদের আশা, আজ শনিবার বিকেল নাগাদ বেচাকেনা আরও জমে উঠবে।

ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটগুলোতে আনা হয়েছে বিভিন্ন রকম গবাদিপশু। রয়েছে গরু, ছাগল, মহিষ, ভেড়া ও দুম্বা। তবে হাটে রাজত্ব করছে গরু। ঈদের আর মাত্র একদিন বাকী থাকায় বেচাকেনাও বেড়েছে।

কোরবানির পশুকে আকর্ষণীয় করতে সাজানো হয়েছে বাহারি ঢংয়ে। গলায় মালা পরিয়ে বিভিন্ন নামে বিক্রি হচ্ছে গরু। তবে বড় গরুর চাহিদা তুলনামূলক কম।

ব্যাপারিরা জানান, শেষ সময়ে এসে বেচাকেনা বাড়ছে। তবে বড় গরু নিয়ে আসা ব্যাপারিরা হতাশ কাঙ্খিত দাম না পাওয়ায়।

ক্রেতাদের অভিযোগ, গরুর আকারের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে। বড় গরুর দাম চড়া, তাই মাঝারি ও ছোট আকারের গরুর দিকেই ঝুঁকছেন তারা। গরুর পাশাপাশি কোরবানির জন্য চাহিদা রয়েছে ছাগল ও ভেড়ার। বিক্রি হচ্ছে দুম্বাও।