রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় কোরবান আলী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সোমবার (৬ই জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম কোরবান আলী। তিনি ঢাকা মহানগর পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় ওয়েলকাম পরিবহন বাসটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বোন-জামাই নুর উল্লাহ জানান, নিহতের গ্রামের বাড়ি,লক্ষ্মীপুর সদর জেলার রামগতি চর সিকান্দার বাড়ি, মৃত সিদ্দিক উল্লার ছেলে। বর্তমানে, সাভার এলাকায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন্সে কর্মরত ছিলেন তিনি।