টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে। টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা বৃদ্ধি পাবে।

রোববার (২৪শে জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। এছাড়া সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী,  ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। আগামী তিনদিনে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৭১ মিলিমিটার।