নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ উঠানামা বন্ধ হয়ে গেছে। রোববার (১২ মে) সন্ধ্যে ৭ টা থেকে ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় দুই শতাধিক যাত্রী আটকা পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়ের বৈদ্যুতিক লাইনে সট সার্কিটের কারণ সন্ধ্যার পর থেকে বিমান চলাচল বন্ধ হয়েছে। ইতিমধ্যে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইট গুলার মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে। আমরা দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

রাতের সকল ফ্লাইট বাতিল হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেনন বিমানবন্দর এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি বিমান সংস্থার একজন কর্মকর্তা জানান, রানওয়েতে আলো না থাকায় উড়োজাহাজ উঠানামা করছে না। লাউঞ্জে অনেক যাত্রী আটকা আছেন। রাতের ফ্লাইট গুলো বাতিল হবে বলে জানান তিনি।

এ নিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষের সাথে কথা হয়। তিনি জানান, জরুরি ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরেজমিনে কাজ করছে। রাতের মধ্যেই ত্রুটি অপসারণ হবে।