বাংলাদেশ ও ইউক্রেন বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার বক্তব্যে যতটা না উদ্বিগ্ন তারচেয়ে বেশি অবাক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধেও কোন কারণ নেই। তিনি বলেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলেও দিতে পারে। যখন দিবে তখন দেখা যাবে।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশ আশ্রয় দিতে চায় না। যতটুকু পারা যায় তাদের পুশব্যাক করা হচ্ছে। ইউএনওএইচসিআর চায় তাদের আশ্রয় দেয়া হোক তবে বাংলাদেশ এ নিয়ে স্পষ্ট আর আশ্রয় দিবে না। এখন যারা আশ্রয়ের জন্য পরামর্শ দিচ্ছে তারা তাদের নিয়ে যাক।
এসময় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ১০ থেকে বারো জন সফরসঙ্গী নিয়ে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদির সঙ্গে সাইড লাইনে বৈঠকের বিষয়ে এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।












