রাজবাড়ীর কালুখালীতে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শরীফ খান (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরীফ খান রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়িয়া গ্রামের হাকিম খানের ছেলে।
স্থানীয় জানায়, রূপসা স্লুইচ গেট বাজারে দোকান ছিল শরীফের। দোকানে স্টেশনারি পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছিল তার। বুধবার রাতে রূপসা স্লুইচ গেট বাজার গায়েবি মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন তিনি। মাহফিল শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পারিবারিকভাবে তার কোনো শত্রু নেই বলে জানতে পেরেছি। জড়িতদের আটকে অভিযান চলছে।